‘প্রাণের টানে সবাই ছুটুক, ভিড়ের মুখে হাসি ফুটুক, দেখা হবে ঠিক এখানে, এই জাহিরার নিমন্ত্রণে’- এ স্লোগানকে সামনে রেখে দ্বিতীয়বারের মত পিঠা উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (আইইআর)।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইন্সটিটিউট সংলগ্ন সক্রেটিস চত্বরে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে মোট ১৪টি স্টলে ২০০ থেকে ২৫০ পদের পিঠার আয়োজন করে শিক্ষার্থীরা। ছিল লবঙ্গলতিকা, ছই পাকন, কাঁঠাল পাতা, সূর্যমূখি, পাখি, মাছ, ঝালপুলি, বিনি এবং তালের পিঠাসহ বাহারি রঙের পিঠা।
আইইআর ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. বশির আহমেদ পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসময় ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।