দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্তি উপলক্ষে মঙ্গলবার (৮ জানুয়ারি) নগরের এমএ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। বেলুন উড়িয়ে মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সোসাইটির সভাপতি আ জ ম নাছির উদ্দীন।
এসময় মেয়র বলেন, ১৯৫১ সালে দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৬৭ বৎসর ধরে প্রতিষ্ঠানটি নগরের আবাসন সুবিধার উন্নয়নে কাজ করছে। এর পুরস্কারস্বরূপ প্রথমবারের মত দেশের শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হয়েছে প্রতিষ্ঠানটি।
এসময় উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মোহাম্মদ ইদ্রিছ, সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার, আলাউদ্দীন আলম, জেডএস মো. বখতেয়ার, মো. শাহ আলম প্রমুখ।
ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড সজ্জ্বিত শোভাযাত্রাটি এম এ আজিজ স্টেডিয়াম থেকে সিআরবি শিরিষতলা, পলোগ্রাউন্ড, টাইগারপাস, ওয়াসা, জিইসি, ২নং গেইট হয়ে নাসিরাবাদে সোসাইটির কার্যালয়ে গিয়ে শেষ হয়।