ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১০তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল বলী। তিনি ফাইনাল খেলায় চকরিয়ার তারিকুল আলম জীবন বলীকে পরাজিত করেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলাটি স্থায়ী হয় প্রায় ২৩ মিনিট।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল সোয়া ৪টায় নগরের লালদিঘী মাঠে বলীখেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান। এরপর হাজারো দর্শকের উপস্থিতিতে শুরু হয় খেলা।
প্রথম ম্যাচে মুখোমুখি হন সিরাজগঞ্জের মো. শফিকুল ইসলাম ও মহেশখালীর সিরাজুল মোস্তফা।
উদ্বোধনকালে মাহাবুবর রহমান বলেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলীখেলার পরিচিতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা সংস্কৃতি মন্ত্রণালয়কে বলীখেলা ও বৈশাখী মেলাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্তির জন্য অনুরোধ করব।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারী প্রমুখ।
খেলা পরিচালনা করেন সাবেক কাউন্সিলর আবদুল মালেক।
চ্যাম্পিয়নের পুরস্কার হিসেবে শাহজালাল নগদ ২০ হাজার টাকা ও ট্রফি এবং রানারআপ জীবন পান নগদ ১৫ হাজার টাকা ও ট্রফি।