জর্ডানে হঠাৎ বন্যায় একটি স্কুলবাস সমুদ্রে পড়ে গেলে ১৮ শিক্ষার্থী নিহত ও ৩৫ জন গুরুতর আহত হয়েছে। টানা বৃষ্টির কারণে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, তারা জারামাইন এলাকায় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পিকনিকে গিয়েছিল। কয়েকদিনের বৃষ্টিজনিত আকস্মিক বন্যায় বাসটি সমুদ্রে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর শিক্ষার্থীদের উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে ইসরাইল।
ইসরাইলের সামরিক সূত্র জানায়, জর্ডান সরকারের অনুরোধে উদ্ধার তৎপরতায় তারা একাধিক হেলিকপ্টার পাঠিয়েছে।
জয়নিউজ/আরসি