আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত নতুন করে যে নামেই দল গড়ুক, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাদেরকে বিচারের আওতায় আনা হবেই।
মঙ্গলবার ( ২৬ ফেব্রুযারি) সচিবালয়ে নিউইয়র্ক স্টেট গভর্নর কর্তৃক ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশ ইমিগ্রেশন ডে’ হিসেবে ঘোষণাপত্র হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি।
ঘোষণাপত্রটি আইনমন্ত্রীর হাতে হস্তান্তর করে মুক্তধারা ফাউন্ডেশন।
এসময় আইনমন্ত্রী জানান,যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার করতে চায় সরকার। জামায়াত ইসলামী যে ফরম্যাটেই রাজনীতি করুক না কেন মানবতাবিরোধী অপরাধে দোষি হলে তারা বাদ যাবে না।