দুই ফিতার স্যান্ডেল। নিচের দুই পাশ কাটা। এর ভেতরেই কৌশলে রাখা রয়েছে ইয়াবা। প্রতি স্যান্ডেলে ৫০০ করে মোট দুই হাজার ইয়াবা। এমনি অভিনব কায়দায় ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল দুই রোহিঙ্গা। তবে শেষরক্ষা হলো না তাদের। ধরা পড়লো কোতোয়ালী থানা পুলিশের জালে।
বুধবার (৮ মে) ভোরে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের ছেলে মো. হোসেন (২০) ও আবদুর রহিমের ছেলে সুলতান আহমেদ জাকির (১৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে জুতার ভেতর রাখা ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।