টিভিতে আজ ঈদের নাটক

আজ পবিত্র ঈদুল আজহা। খুশির এ দিনটি আরো রঙিন করতে বিভিন্ন টিভি চ্যানেলে থাকছে নাটক।
বাংলাদেশ টেলিভিশন রাত ৮টা ৪৫ মিনিটে নবাব সাহেবের চিকুনগুনিয়া। অভিনয় : রোজী সিদ্দিকী, শহীদুল আলম সাচ্চু। রচনা: হারুন রশীদ।

- Advertisement -

চ্যানেল আই দুপুর ২টা ৩০ মিনিটে মিঠাই মন্ডা। অভিনয় : মেহ্জাবীন, ইরফান সাজ্জাদ। মূল গল্প : মইনুল খান, পরিচালনা: সাইদুর রহমান। রাত ৭টা ৪০ মিনিটে : আপোষ। অভিনয় : শবনম ফারিয়া। গল্প : রাবেয়া খাতুন, পরিচালনা : আবুল হায়াত। ৯টা ৩৫ মিনিটে : মডার্ন টাইমস। অভিনয়: কল্প, মিথিলা। পরিচালনা: মাহমুদুল হাসান ও নাজমুল নবীন।

- Advertisement -google news follower

এটিএন বাংলা সন্ধ্যা ৬টায় খোঁজ। রচনা ও পরিচালনা : সুমন আনোয়ার। রাত ৮টা ৩০ মিনিটে শেষ অশেষের গল্প। অভিনয় : মীর সাব্বির, কুসুম শিকদার। রচনা ও পরিচালনা : হানিফ সংকেত। রাত ১১টা ৩০ মিনিটে মহব্বত বেপারী-৩। রচনা ও পরিচালনা : সাজ্জাদ হোসেন দোদুল।

বাংলাভিশন দুপুর ২টা ১০ মিনিটে দুষ্ট ছেলের মিষ্টি প্রেম। অভিনয় : নীরব, ইমন, তমা। রচনা ও পরিচালনা : মোহন খান। রাত ৭টা ৫০ মিনিটে লাটিম লাটিম প্রেম। অভিনয় : অপূর্ব, মম। রচনা ও পরিচালনা: তুহিন হোসেন। ৯টা ৫ মিনিটে আহা রে একটুসখানি প্রেম। অভিনয় : রিয়াজ, নিপুণ, নাদিয়া। রচনা ও পরিচালনা : এস এ হক অলিক। ১১টা ৫৫ মিনিটে মি. জ্যাক্স রিটানর্স। অভিনয় : জাহিদ হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর। রচনা : জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা : জাহিদ হাসান।

- Advertisement -islamibank

দীপ্ত টিভি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা। অভিনয় : ঈশানা, জাহিদ হাসান, মৌসুমী। রাত ৯টায় মিতু তোমার জন্য। অভিনয় : তানজিন তিশা, ইরফান সাজ্জাদ। রাত ১১টায় তোমার জন্য এক পৃথিবী। অভিনয় : অপূর্ব, মম। রাত ১২টায় কাজলরেখার কোরবানী। অভিনয় : চঞ্চল, পূর্ণিমা।

মাছরাঙা টেলিভিশন রাত ৯টায় পুরোনো প্রেমের গপ্পো, অভিনয় : আজাদ আবুল কালাম, মৌসুমী হামিদ, প্রসূন আজাদ। মূল গল্প : আখতারুজ্জামান ইলিয়াস, চিত্রনাট্য ও পরিচালনা : গোলাম সোহরাব দোদুল। রাত সাড়ে ১০টায় সব গল্প রূপকথা নয়। রাত সাড়ে ১১টায় বেঁচে থাকুক আমাদের ভালোবাসা, অভিনয় : অপূর্ব, মেহ্জাবীন। রচনা ও পরিচালনা: মহিদুল মহিম।

এনটিভি দুপুর ২টা ২০ মিনিটে আমার একটি গল্প বলার শখ। অভিনয় : আফরান নিশো, সাবিলা, শার্লিন। রচনা : সাইফুর রহমান, পরিচালনা : মেহেদি হাসান। রাত ৮টা ৫ মিনিটে মাধবীলতা। অভিনয় : অপি করিম, তারিক আনাম খান। রচনা ও পরিচালনা : সাগর জাহান। ১১টা ১০ মিনিটে রিকশায় কোনো রিক্স নেই। অভিনয় : নাঈম, সাবিলা। গল্প : শিবরাম চক্রবর্তী, চিত্রনাট্য : সবুজ ওয়াহিদ, পরিচালনা: হাবিব শাকিল।

চ্যানেল নাইন দুপুর আড়াইটায় বেলা শেষে। অভিনয় : নাঈম, অহনা, পরিচালক : তপু খান। বিকেল সাড়ে ৪টায় দ্য লাস্ট পেইজ। অভিনয় : অপূর্ব, নাদিয়া মিম, পরিচালক : মেহেদী হাসান। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে অন্তহীন অপেক্ষা। অভিনয় : আনিসুর রহমান মিলন, স্নিগ্ধা মোমিন। রচনা : মম রুবেল, পরিচালনা : অভ্র মাহমুদ। রাত ৯টা ৪৫ মিনিটে সম্পদ। অভিনয় : সিয়াম, ঊর্মিলা। রচনা : অয়ন চৌধুরী, পরিচালক: সাখাওয়াত মানিক।

একুশে টেলিভিশন বেলা সাড়ে ১২টায় চুপকথা, অভিনয় : মেহ্জাবীন, মনোজ কুমার। রাত ৮টায় ঘরে ফেরা, অভিনয় : তাহসান, তানজিন তিশা। রাত ১০টায় আদ্দব আলী গং, অভিনয় : সালাহউদ্দিন লাভলু, অর্ষা।
গাজী টিভি সন্ধ্যা সাড়ে ৭টায় তোমার আমার কথা। অভিনয় : সুবর্ণা মুস্তাফা, রিচি, শাহেদ। পরিচালনা: চয়নিকা চৌধুরী। রাত সাড়ে ৯টায় এক ফাগুনে। অভিনয় : ইমন, তানজিকা। পরিচালনা : ফেরদৌস হাসান। রাত ১১টায় বাপ বেটার বিয়ে। অভিনয় : মীর সাব্বির, অহনা। পরিচালনা : মীর সাব্বির

এসএটিভি দুপুর আড়াইটায় এপিটাফ, অভিনয় : নাঈম, টয়া। পরিচালক : মেহেদী হাসান। বিকেল সাড়ে ৪টায় ফাঁদ, পরিচালক : হুমায়ূন কবির। রাত সাড়ে ৮টায় একটি চাকরির বিজ্ঞপ্তি, অভিনয় : জাহিদ হাসান, ভাবনা। পরিচালক : সোহেল রানা। রাত সাড়ে ১০টায় লাভ ভার্সেস ক্রাশ, অভিনয় : জোভান, মেহ্জাবীন। পরিচালক : প্রবীর রায় চৌধুরী।

বৈশাখী টেলিভিশন রাত ৮টা ১০ মিনিটে মেইড ইন ফরেন-৩। রচনা ও পরিচালনা : সিদ্দিকুর রহমান।
দেশ টিভি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রেমিক বিশু পাগলা। অভিনয় : মিশু সাব্বির, নাবিলা। রচনা ও পরিচালক: ইমেল হক।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM