টেকনাফের হোয়াইক্যংয়ে লবণমাঠে পরিত্যক্ত অবস্থায় মিলল আড়াই লাখ পিস ইয়াবা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এই ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার গোপন সংবাদে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে জীম্মংখালী বিওপির একটি টহলদল হোয়াইক্যংয়ে জাফর প্রজেক্টের লবণমাঠ এলাকায় অবস্থান নেয়। এ সময় বস্তা মাথায় নিয়ে একদল লোক হোয়াইক্যং জাফর প্রজেক্ট লবণমাঠ এলাকা দিয়ে নয়াবাজারের দিকে যাচ্ছিল। বিজিবি তাদের থামার নির্দেশ দিলে তারা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা। উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে।