সারাদিন রোজা রেখে তীব্র গরমে ব্যস্ত সড়কে দায়িত্ব পালন করেন ট্রাফিক সদস্যরা। মাগরিবের আযান পড়ে গেলেও অনেক সময় খেয়াল থাকে না তাদের। পথেই সারতে হয় ইফতার। সেই ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে এবার সড়কে ইফতার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
সোমবার (২৭ মে) সন্ধ্যায় নগরের টাইগারপাস মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে ইফতার করেন তিনি। এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাযারী, অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) নাজমুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইফতারে অংশ নেন।
মো. মাহাবুবর রহমান বলেন, সবাই চায় পরিবারের সঙ্গে ইফতার করতে। কিন্তু ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতে গিয়ে সেটা পারেন না। তাই তাদেরকে উৎসাহ দিতেই আমরা একসঙ্গে ইফতার করছি।
এর আগে ৬টার দিকে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান আগ্রাবাদ বাদামতমী মোড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) ফাতিহা ইয়াসমিন ও অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) অলক বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।