নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা খাদিজা চেঙ্গিজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেছেন, খাশোগি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের ক্ষেত্রে ট্রাম্প মোটেই আন্তরিক নন এবং এ কারণে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তিনি।
শুক্রবার (২৬ অক্টোবর) তুরস্কের একটি টিভি চ্যা নেলকে দেওয়া সাক্ষাৎকারে খাদিজা বলেন, আমেরিকার জনমতকে প্রভাবিত করার লক্ষ্যে তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হয়েছে।
খাদিজার সঙ্গে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে নিহত হন জামাল খাশোগি। সৌদি আরব সম্প্রতি স্বীকার করেছে, পূর্ব পরিকল্পিতভাবে খাশোগিকে হত্যা করা হয়েছে।
সৌদি সরকার খাশোগিকে হত্যার পরিকল্পনা করেছে সামান্যতম ধারণা পেলেও তিনি খাসোগিকে ওই কনস্যুলটে যেতে দিতেন না, যোগ করেন খাদিজা। তিনি যারাই এ পাশবিক হত্যাকা-ে জড়িত রয়েছে তাদের শাস্তি দাবি করেন।-পার্সটুডে
জয়নিউজ/আরসি