সাম্প্রতিক সময়ে নানা কারণে আলোচিত ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ আবার খবরের শিরোনামে উঠে এসেছেন। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে জাতীয় পার্টির এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
শনিবার (২ ফেব্রয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তা পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও খেলাপি ঋণের কারণে শাফিনের মনোনয়নপত্র বাতিল করেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী আতিকুল ইসলাম, পিডিপির শাহীন খান, এনডিএমের ববি হাজ্জাজ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র মোহাম্মদ আব্দুর রহিমের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিলের সুযোগ রয়েছে।