দৃঢ়তার সঙ্গে বলছি, নির্বাচন সুষ্ঠু হবে: সিইসি

সারাদেশে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে ইটিআই ভবনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -google news follower

নূরুল হুদা বলেন, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত নির্বাচনমুখী আচরণ লক্ষ্য করা গেছে। প্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। তাঁরা সভা-মিছিল করে যাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন। এর মাধ্যমে একটা নতুন সরকার গঠন হবে ৩০ তারিখের পর।

সিইসি বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisement -islamibank

তিনি বলেন, ভোট নির্বাচন কমিশনের কাছে একটি আমানত। সেই আমানত, সেই ভোটের ফলাফল বিশ্লেষণ এবং বিতরণ করার জন্য আপনাদের হাতে চলে যাবে। কোনো ভুল-ত্রুটির মাধ্যমে প্রার্থীর অবস্থান নির্ধারণে যাতে ব্যাঘাত না ঘটে। তাই সঠিকভাবে দায়িত্বপালন করতে হবে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM