রোজার প্রথম দিনে নগরজুড়ে রকমারি ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। অভিজাত হোটেলের দামি ইফতারের পাশাপাশি আছে রাস্তার পাশের হরেকরকম ইফতারসামগ্রীর আয়োজন।
প্রতি বছরের মতো এবারও দুপুরের পর থেকে ইফতারের আগমুহূর্ত পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে, হোটেল-রেস্তোরায়, বিপণিবিতানের সামনের ফুটপাতগুলোতে চলছে বেচাকেনা।
মঙ্গলবার (৭ মে) বিকেলে নগরের জামালখানে ইফতার কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রায়হান আহমেদ জয়নিউজকে বলেন, অফিস থেকে ফিরে ইফতার কিনতে এসেছি। আমি ছোলা, বেগুনি, পেঁয়াজু কিনেছি।
দাওয়াতের বিক্রেতা জাহিদ জয়নিউজকে বলেন, আজ খুব ভালো বিক্রি হয়েছে। আশা করছি সামনের দিনগুলোতেও ভালো বিক্রি হবে। আমাদের এখানে হালিম, ছোলা, চিকেন পাকোড়া, চিকেন নাগেট, চিকেন টিক্কা, রোল, বেগুনি আছে।