দুদিন ধরে ঘিরে রাখা নরসিংদীর নিলুফা ভিলা থেকে দুই নারী ‘জঙ্গি’ বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৭ অক্টোবর) বেলা ৩টায় ওই দুই বোরখাপরিহিত নারীকে পুলিশের একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে তোলা হয়।
পুলিশের একজন কর্মকর্তা জানান, মাধবদী এলাকার ওই সাত তলা ভবনের পঞ্চম তলায় একটি কক্ষের দেয়াল ভেঙে তারা প্রবেশ করেন। পরে সেখানে থাকা ওই দুই নারী আত্মসমর্পণে রাজি হন।
ওই বাড়ি থেকে মোটামুটি দুই কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুরে পাঁচ তলা একটি বাড়িতে মঙ্গলবার সোয়াটের অভিযানে গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে দুইজন নিহত হন। তাদের একজন নারী, একজন পুরুষ।
জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে আইনশৃ্ঙ্খরা বাহিনীর সদস্যরা সোমবার রাত ৯টার দিকে ওই দুই বাড়ি ঘিরে ফেলে।
মঙ্গলবার বিকেলে ভগীরথপুরের অভিযান শেষে সাংবাদিকদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘নমুনা’দেখে নিহতরা ‘নব্য জেএমবির’সদস্য বলে ধারণা করা হচ্ছে।
জয়নিউজ/জুলফিকার