নাইজেরিয়ায় কাদুনা প্রদেশে বন্দুকধারীদের গুলিতে ২২ শিশু ও ১২ জন নারীসহ ৬৬ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে হামলার ঘটনার খবর নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আলজাজিরা খবরেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়, এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, ‘নিরাপত্তা সংস্থাগুলি আজ (শুক্রবার) প্রদেশের মারো গিদা ও কাজুরুতে হামলায় নিহত বিক্ষিপ্ত ৬৬টি মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে। হামলায় নিহতদের মধ্যে ২২টি শিশু ও ১২ জন নারী ছিল। তাছাড়া চারজন আহত ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’
প্রসঙ্গত, এ হামলার পর দেশটির জাতীয় নির্বাচন কমিশন দেশটির প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে।