নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষে ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস ২০১৮’ শীর্ষক সমুদ্র সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বানৌজা ঈসা খানে স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে (এসএমডব্লিউটি) সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম আবু আশরাফ।

- Advertisement -google news follower

রিয়ার এডমিরাল এম আবু আশরাফ বলেন, বাংলাদেশ আগের চেয়ে অনেক এগিয়ে গেছে। দেশে আমদানি-রপ্তানির পরিমাণ বেড়েছে। অর্থনৈতিক উন্নয়নে ব্লু ইকোনমিক জোন প্রতিষ্ঠা হচ্ছে। এছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে সবচেয়ে বড় ইকোনমিক জোনের কাজ চলছে। এসব জোনের কাজ হয়ে গেলে চট্টগ্রাম অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে।

কমান্ডার রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য কমডোর খন্দকার আকতার হোসেন ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আকতারুজ্জামান খান কবির।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM