ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফ্লিকা।
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে এক বার্তায় ৮২ বছর বয়সী দুই দশকের এ শাসক পদত্যাগের ঘোষণা দেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, আব্দেল আজিজ বুতেফ্লিকার পদত্যাগের ঘোষণায় রাজধানী আলজিয়ার্সের রাস্তায় উল্লাসে ফেটে পড়ে জনতা। উল্লাসকারীদের হাতে ছিল আলজিয়ার পতাকা।
২০ বছর বয়সী নুরহানে আতমানি বলেন, নতুন কিছু অনুভব করছি। আমাদের একজন নতুন প্রেসিডেন্ট হবে।
এর আগে সোমবার (১ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, আগামী ২৮ এপ্রিল মেয়াদকাল শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট বুতেফ্লিকা। কিন্তু তার আগে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার বিষয়টি নিশ্চিত করবেন তিনি।
আব্দেল আজিজ বুতেফ্লিকা প্রায় ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে কদাচিৎ প্রকাশ্যে দেখা গেছে। আগামী ২৮ এপ্রিল তার চতুর্থ মেয়াদের দায়িত্ব শেষ হবে।
গার্ডিয়ান বলছে, আব্দেল আজিজ বুতেফ্লিকার দীর্ঘ ২০ বছরের শাসনের অবসান মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য একটি বার্তা।
তবে পরবর্তীতে কি ঘটছে তা এখনও স্পষ্ট নয়। ফ্রান্সের কাছ থেকে ১৯৬২ সালে স্বাধীন হওয়ার পর থেকে আলজেরিয়ায় রাজনীতির শীর্ষপর্যায়ে খুব কম পরিবর্তন দেখা গেছে।