দ্রুতগতিতে এগিয়ে চলেছে পদ্মা সেতুর কাজ। সবকিছু ঠিক থাকলে বুধবার (১০ এপ্রিল) বসছে সেতুর দশম স্প্যান ।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর দশম স্প্যান বসানোর জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সেতুর ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে দেড় কিলোমিটার। সকাল ৮টা ৩২ মিনিটের দিকে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন তিয়ান-ই ভাসমান ক্রেনে করে স্প্যানটি নিয়ে যাওয়া হয়। স্প্যানটি ধুসর রংয়ের, ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের।
এর আগে গত ২২ মার্চ পদ্মা সেতুতে বসানো হয় নবম স্প্যান।