খাগড়াছড়ির পানছড়িতে রণি ত্রিপুরা (৩২) নামে এক জেএসএস (এমএন লারমা সমর্থিত) কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় পানছড়ি বাজারের শুকতারা বোর্ডিংয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কোমরে গুলিবিদ্ধ হয়েছিলেন।
রণি ত্রিপুরা পানছড়ির মরাটিলা এলাকার মৃত মণিন্দ্র লাল ত্রিপুরার ছেলে।
জেএসএসের (এমএন লারমা সমর্থিত) তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ হত্যাকাণ্ডের জন্য প্রসীত নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী। তবে দায় অস্বীকার করেছে ইউপিডিএফ।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারে রণি ত্রিপুরা নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে পুলিশ আহত রণিকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।