পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছে
দ্রুতগামী, শব্দহীন ….
ভারী এক কৃষ্ণ পাথর,
নামছে রাত্রি দিন,
নেমে যাচ্ছে,
ধাবমান বিশাল পাথর;
পাদদেশে জনপদে নেমে যাবে;
কিছু অর্বাচীন
একে ভাবে উৎসবের আয়োজন,
করতালি মুখরিত করে তোলে পাহাড়ের ঢাল
কিছু লোক বাদ্যের সন্ধানে গেছে,
কিছু লোক সাজসজ্জ্বা শেষে আসে ফিরে;
পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছে
ভারী, নির্বিকার, কৃষ্ণ পাথর,
জনপদে মৃত্যু এসে উঁকি দেয়,
গড়িয়ে গড়িয়ে আসে ধ্বংসের আয়োজন;
মৌণ হয়ে দিন গোণে
নামহীন গোত্রহীন।
পাহাড়ের ঢালে যারা উৎসাহের আতিশয্যে
ভুলে গেছে সমতলে জনপদে তারা কোনো আগন্তক নয়;
যারা আজ পাহাড়ের ঢালে বসে
করতালি বাজায় সোৎসাহে
তাঁদেরকে চিনে রাখি আজ এই পাথর সময়ে।