ফিলিস্তিনের কাছে হেরে বাংলাদেশের বিদায়

বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বুধবার (১০ অক্টোবর) কক্সবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই মিডফিল্ডার মোহাম্মদ বালাহর হেডের সুবাদে গোল পায় ফিলিস্তিন। এরপরে অনেক সুযোগ সৃষ্টি করতে পারলেও সমতায় ফিরতে পারেনি জেমি ডের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে আরেকটি গোল করেন সামেহ। তাতেই ২-০ গোলে হারতে হয়েছে জামাল ভূঁইয়া-তপু বর্মণদের।

- Advertisement -

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ফিলিস্তিন। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার অসাধারণ গোলকিপিংয়ের সুবাদে বেশ কয়েকবার গোলের শট ফেরত যায়। তবে আট মিনিটের মাথায় ডান প্রান্ত দিয়ে আক্রমণে যায় ফিলিস্তিন। মিডফিল্ডার মোসাব বাত্তানের ক্রস থেকে অসাধারণ হেডে বল জালে জড়ান বালাহ।

- Advertisement -google news follower

এর আগে, গ্রুপ পর্বে লাওসকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ফিলিপাইনের কাছে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছিল জেমি ডের শিষ্যরা।

 

- Advertisement -islamibank

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM