চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় একটি কেমিক্যালের ড্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে বন্দরের অকশন গোলার বিপরীতে বাপেক্স ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
বন্দরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, পণ্য খালাসের সময় ব্যাটারির পার্টস বোঝাই কনটেইনারে থাকা একটি ড্রামে আগুন ধরে যায়। ড্রামটিতে ক্যামিকেল ছিল। বন্দরের দুটি অগ্নিনির্বাপণ ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কনটেইনারটি আলাদা করে বন্দরের হেফাজতে রাখা হয়। কাস্টম কর্মকর্তারা কন্টেইনারটিতে থাকা পণ্যের কায়িক পরীক্ষা করবেন। এরপর চালানটি খালাসের অনুমতি দেওয়া হবে।
জানা গেছে, ঢাকার এসএস ট্রেড ইন্ডাস্ট্রির নামে একটি প্রতিষ্ঠান দুটি কনটেইনারে ৭১২ প্যাকেজ ব্যাটারির পার্টস আমদানি করে। পণ্যগুলো খালাস করার সময় একটি ড্রামে আগুন ধরে যায়।
জয়নিউজ/এফও/জুলফিকার