বন্ধ হলো মোদির নমো টিভিও

নির্বাচনি বিধির জেরে নরেন্দ্র মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’র মুক্তি আটকে দেওয়ার পর এবার বন্ধ হয়ে গেল বিজেপির ২৪ ঘণ্টার চ্যানেল নমো টিভির প্রচারও।

- Advertisement -

নির্বাচন চলাকালে লেভেল প্লেয়িং ফিল্ডে ক্ষতি করতে পারে এমন কিছু দেখানো যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এই নির্দেশিকা নমো টিভির ক্ষেত্রেও প্রযোজ্য বলে কমিশনের আধিকারিকরা জানিয়েছেন।

- Advertisement -google news follower

এর আগে বিজেপির নমো টিভির বিরুদ্ধে নির্বাচন কমিশনে আবেদন জানায় কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। বিজেপির এই ২৪ ঘণ্টার টিভি চ্যানেল আদর্শ নির্বাচনি  আচরণবিধির পরিপন্থি বলে তাদের অভিযোগ।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলের বক্তব্য, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’-এর নীতি নমো টিভির মাধ্যমে লঙ্ঘিত হচ্ছে।

- Advertisement -islamibank

নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ভোটের আগে মোদির বায়োপিক মুক্তি দেওয়া যাবে না। সেইসঙ্গে এবার বন্ধ হয়ে গেল নমো টিভির সম্প্রচারও।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM