বাঁশখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্থাস্থ্য দিবস পালিত হয়েছে।
রোববার (৭ এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
তিনি বলেন, স্বাস্থ্যসেবায় ধনী-দরিদ্রের ব্যবধান দূর করতে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন সরকার । গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শহরের মত স্বাস্থ্যসেবা বাড়ানো হয়েছে। গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো হয়েছে। এ সবই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল আযাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, পৌরসভা মেয়র সেলিমুল হক চৌধুরী।
এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শ্যামলী দাশ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা আক্তার কাজেমী, ডা. জুবুরিয়া শারমিন, সাধনপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, বাহারছড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম।