৩ ঘণ্টা ১০ মিনিট ৫৮ সেকেন্ট সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ভারতের তাহরিনা নাসরিন।
শুক্রবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি থেকে সাঁতার শুরু করেন তাহরিনা।
সেন্টমার্টিন বাংলা চ্যানেল দিয়ে তাহরিনা সেন্টমার্টিনে পৌঁছেন ১২টা ৩৫ মিনিটে। ১৬.১ কিলোমিটার সাগরপথে পাড়ি দিতে তাহরিনার সময় ৩ ঘণ্টা ১০ মিনিট ৫৮ সেকেন্ড। এই সাঁতারে তাঁকে সহযোগিতা করেন ফিজিওথেরাপি সেবা প্রদানকারী সংস্থা ও লাফগার্ড উদ্ধারকর্মীরা। টেকনাফ শাহপরীর দ্বীপে এ আয়োজন করে এভারেস্ট একাডেমি।
ভারতের কলকাতার হাওড়া জেলার শেখ আফসার আহমদের মেয়ে তাহরিনা। শেখ আফসার আহমদ বলেন, আমার মেয়ে সমুদ্রের উত্তাল ঢেউ ও অন্যান্য প্রতিকূলতা অতিক্রম করে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। এর আগে ২০১৫ সালে তাহরিনা ৫৬ কিলোমিটারের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন।