চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, গোলাম মোস্তফা বাচ্চু একজন পরিশ্রমী, আদর্শবান ও ত্যাগী ছাত্রলীগ নেতা ছিলেন। ১৯৭৫ এর ১৫ আগস্টের পর বৈরী রাজনৈতিক পরিবেশে ছাত্রলীগের রাজনীতিকে বেগবান করেছিলেন বাচ্চু। তার মতো ত্যাগী ও উঁচু মাপের নেতা বর্তমানে বিরল।
সোমবার (৩ ডিসেম্বর) বিকেলে চকবাজার বাচ্চু স্মৃতি সংসদ আয়োজিত গোলাম মোস্তফা বাচ্চু ও বর্তমান ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।
মুজিব ইমরান বিপ্লবের সভাপতিত্বে এবং মো. সেলিম রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কলা ও মানবিক বিদ্যা বিভাগের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, সমাজসেবক নজরুল ইসলাম লেদু, রাজনীতিক আবদুল মান্নান ফেরদৌস, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহের ইসলাম চৌধুরী, রাজনীতিক আতিকুর রহমান, আমিনুল হক রঞ্জু, অ্যাড. নোমান চৌধুরী, আনিসুজ্জামান, আবুল খায়ের বাচ্চু, কুতুব উদ্দিন, নুরুল হুদা, ইয়াছিন হোসেন, মহিউদ্দিন, মোস্তাক আহমেদ, ফারুক ইসলাম আনন্দ, আবদুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম, কাজল প্রিয় বড়ুয়া প্রমুখ।