নানা আয়োজনে বান্দরবানে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে দিনটি উদযাপন উপলক্ষে বান্দরবানে বঙ্গবন্ধু শিশু-কিশোর সংগঠনের উদ্যোগে মন্ত্রীর বাসভবন কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য সিংইয়ং ম্রো, বাজার চৌধুরী মংক্যচিং চৌধুরী, বঙ্গবন্ধু শিশু-কিশোর সংগঠনের সভাপতি রাজু বড়ুয়া, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ. কলেজ ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেন বাবলু উপস্থিত ছিলেন।
এর আগে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো।
শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে আনন্দ র্যালি বের হয়। র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা করে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালামের সভাপতিত্বে সভায় পৌর মেয়র মো. ইসলাম বেবী, পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রামগড়:
জাতির জনকের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাত শোভাযাত্রায় নেতৃত্ব দেন। পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা বিজয় ভাস্কর্যে এসে শেষ হয়। পরে এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউএনও উম্মে ইসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো. ফরহাদ, মৎস্য কর্মকর্তা বিজয় দাস, ওসি তারেক মো. হান্নান প্রমুখ।
জয়নিউজ/আলাউদ্দিন/শ্যামল/আরসি