শেষ পর্যন্ত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (৬ অক্টোবর) বিকাল ৩টা ৪২ মিনিটে সাদা রঙের একটি প্রাইভেট কারে করে তাকে হাসপাতালে আনা হয়।
এর আগে ৩টা ১১ মিনিটে ওই গাড়িতে করে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে নাজিমউদ্দিন রোডে পুরানো কেন্দ্রীয় কারাগার থেকে রওনা হয় গাড়িটি।
বিএনপি নেত্রীকে হাসপাতালে আনার আগেই কারাগার ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়, যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
খালেদা জিয়াকে ভর্তি করা হবে এমন তথ্যে সকাল থেকেই বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হয় নানা প্রস্তুতি। হাসপাতালের কেবিন ব্লকের ৬১১ নম্বর এবং ৬১২ নম্বর কক্ষ প্রস্তুত রাখা হয় তার জন্য। কারাগার থেকে রওয়ানা হওয়ার আগে বিকাল ৩টার দিকে তার ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্রও একটি গাড়িতে করে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়।
জয়নিউজ/আরসি