বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৪ মার্চ) বিবিএ’র ৪র্থ সেমিস্টারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস চন্দনাইশে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সরোজ সিংহ হাজারী বলেন, গাছ পরিবেশের জন্য খুব প্রয়োজনীয়। শুধু এখানেই নয়, নিজের বাসায় ও বাড়িতে একটি করে গাছ লাগান।
উপাচার্য বলেন, গাছ হচ্ছে মানুষের বন্ধু। যত গাছ লাগাবেন ততই দেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
এতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আক্তারুজ্জামান কাইসার, ট্রেজারার প্রফেসর ডক্টর নারায়ণ বৈদ্য, বিবিএ’র কোর্ডিনেটর সরোয়ার উদ্দীন ও বিবিএ ফ্যাকাল্টির শিক্ষক-শিক্ষার্থীরা।