বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বিডিএফএ অনুধ্র্ব-২০ বিভাগীয় ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।
অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়াম হলে এই ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এসময় রুহুল আমিন বলেন, বাংলাদেশের ফুটবল খেলাকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সবাই মিলে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে বিশ্ব মঞ্চে তুলে ধরব।
দেশের আটটি বিভাগে এই প্রশিক্ষণ ক্যাম্প শুরু হচ্ছে। এছাড়া প্রথমবারের মতো চট্টগ্রামে নারীদের জন্য ফুটবল একাডেমির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সাতটি বিভাগেই এমন একাডেমি গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বিসিবির সাবেক পরিচালক সিরাজুল মোহাম্মদ আলমগীর এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও জয়নিউজের সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।