দুর্গাপূজার মহাষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। কুমারী পূজা উপলক্ষে বুধবার (১৭ অক্টোবর) সকাল থেকে ভক্ত-দর্শনাথীদের সমাগম ঘটে উপজেলার জগদীশ্বরী কালীবাড়িতে। পূর্ব গোমদণ্ডী বণিকপাড়া একতা ক্লাবের আয়োজনে এ পূজার আয়োজন করা হয়।
কুমারী পূজায় এবার দেবীরূপে উপস্থিত হয় ছোট্ট ভগবতী। ভগবতী গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। বয়স তার ৭ বছর। হাসিমুখে দেবীর আসনে বসে ভক্তের পূজা গ্রহণ করে ভগবতী।
শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত হয় চারপাশ। ভক্তরা ফুলে-ফলে, নানা উপাচারে দেবীর বন্দনা করেন। মহাষ্টমী ও কুমারী পূজোয় প্রার্থনা মন্ত্রে পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে দেবী দুর্গার আশীর্বাদ কামনা করেন।
পণ্ডিত সুভাষ চক্রবর্তী পঞ্চতীর্থ জানান, মাঙ্গলিক নানা উপাচারে মহাষ্টমী ও কুমারী পূজা সুসম্পন্ন হয়েছে।
জয়নিউজ/মাসুদ/আরসি