ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৮ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান বলেছেন, একতরফা নির্বাচনের লক্ষ্যে সরকার এখনো বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত। আওয়ামী লীগ প্রশাসন যন্ত্র ব্যবহার করে সুষ্ঠু নির্বাচনে যতই বাধা সৃষ্টি করুক, ৩০ ডিসেম্বর জনগণের ব্যালটের শক্তি সকল অশুভ শক্তিকে পরাজিত করে গণতন্ত্রের বিজয় ছিনিয়ে আনবে। গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন নির্বাচনে বিজয় অর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

- Advertisement -

মঙ্গলবার (৪ ডিসেম্বর ) সকালে নগরের ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

- Advertisement -google news follower

আবু সুফিয়ান বলেন, বিএনপির প্রতি জনগণের যে অগাধ বিশ্বাস ও সমর্থন, তাতে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহম্মদ, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, মৎস্য সম্পাদক মো. বকতেয়ার, সহ-প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইলিয়াছ শেকু, মহানগর বিএনপির সদস্য মঞ্জুর আলম মঞ্জু, মহানগর যুবদল সহ-সভাপতি ম. হামিদ, এরশাদ হোসেন, গোলজার হোসেন, পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল সভাপতি মনছুর আলম, মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসেন মানিক, শফিউল বাশার শামু, মোহাম্মদনগর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা মফজল কোম্পানি, সেলিম, মজিবুল হক মজু, রুহুল আমিন, আলফাজ উদ্দিন, শানু, লুৎফর, গণি কন্ট্রাকটর, মান্নান, যুবদল নেতা ফয়সাল মানিক, কামাল হোসেন, জাকির, রানা, মহানগর সেচ্ছাসেবকদল নেতা জসিম, সৌরভ, মোরশেদ, ছাত্রদল নেতা আব্দুর রহমান, আমির হোসেন, সানাউল্লাহ প্রমুখ।

জয়নিউজ/কাউছার/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM