ব্রেক্সিট চুক্তি পাসে প্রয়োজনীয় সমর্থনের বিনিময়ে পদত্যাগে সম্মত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।
রয়টার্স ও বিবিসি জানিয়েছে, বুধবার (২৭ মার্চ) রক্ষণশীল দলের এমপিদের এক বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পরিকল্পনায় পার্লামেন্টে দুই দফা ভোটে হারের পর তৃতীয় দফা ভোটের আগে এ প্রতিশ্রুতি দিলেন মে।
এর আগে মে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন এমন প্রতিশ্রুতি দিলে ব্রেক্সিট চুক্তি পাসে প্রয়োজনীয় সমর্থন পেতে পারেন বলে টোরি দলের নেতারা বলে আসছিলেন।
এখন পদত্যাগের প্রতিশ্রুতি দেওয়ার পর শুক্রবার (২৯ মার্চ) ব্রেক্সিট নিয়ে মে তার নতুন প্রস্তাব পার্লামেন্টে তুলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে টোরি দলের এক পার্লামেন্ট সদস্য রয়টার্সকে বলেছেন, চুক্তিটি পাস হলে থেরেসা মে পদ ছেড়ে যাবেন। অর্থাৎ তিনি চুক্তি পাস হওয়ার পর আর দায়িত্বে থাকবেন না।
একই দলের অপর এক পার্লামেন্ট সদস্য বলেছেন, পদত্যাগের কোনো দিনক্ষণ মে জানাননি, তবে তিনি ‘শিগগিরই’ দায়িত্ব ছেড়ে দেবেন।
গত তিন বছর ধরে চলা ব্রেক্সিট নাটকীয়তায় মে’র এই সিদ্ধান্ত নতুন মাত্রা দিলেও কবে, কীভাবে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কোচ্ছেদ হবে, তা এখনও স্পষ্ট হয়নি।