ভারতের শিলংয়ের আদালতের দেওয়া রায়ে খালাস পেয়েছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ। ভারতে অনুপ্রবেশের মামলায় খালাস দিয়ে তাঁকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ দেয়া হয়েছে।
এর আগে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। শুনানি শেষে চার বার দিন ঠিক হলেও রায় হয়নি।
শুক্রবার শিলংয়ের বিচারিক হাকিম ডি জি খারশিং সালাহ উদ্দিনকে খালাসের আদেশ দেন বলে তার আইনজীবী এ পি মহন্তে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, আদালত সালাহ উদ্দিন আহমদকে বেকসুর খালাস দিয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারকে দ্রুত তাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন।
দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে আটক করা হয় সালাহ উদ্দিনকে। এরপর থেকে গত তিন বছর ধরে সেখানেই রয়েছেন সালাহ উদ্দিন।
জয়নিউজ/জুলফিকার