ভারতে সহকর্মীর গুলিতে ৩ সেনা নিহত

এবার সহকর্মীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৩ সিআরপিএফ জওয়ান। বুধবার (২০ মার্চ) রাত ১০টার দিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উধমপুরে এ ঘটনা ঘটে।

- Advertisement -

পুলওয়ামার শহীদদের শ্রদ্ধা জানাতে এবারের হোলিতে রঙ খেলবেন না সিআরপিএফ জওয়ানরা। কিন্তু সামান্য বিষয়ে কথা কাটাকাটির জেরে প্রাণহানির ঘটনা ঘটে যায়।

- Advertisement -google news follower

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, বুধবার রাত ১০টার দিকে সিআরপিএফের ১৮৭ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতর বাত্তাল বালিয়া ক্যাম্পে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন কয়েকজন জওয়ান। পরে মারামারি পর্যন্ত গড়ায় ঘটনা। অন্য সেনা সদস্যরা থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এরমধ্যেই হঠাৎ করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক জওয়ান। ঘটনাস্থলেই তিন জওয়ানের মৃত্যু হয়। অজিত কুমার নামের ওই সেনা জওয়ান সহকর্মীদের মৃত্যুর পর গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। হামলাকারী জওয়ান অজিত কুমার কানপুরের বাসিন্দা। সেনা হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থাও আশঙ্কাজনক।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM