ভূমধ্যসাগরে নৌকাডুবি: ফিরলেন আরও ৩ বাংলাদেশি

ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া আরও ৩ বাংলাদেশি দেখে ফিরেছেন।

- Advertisement -

শুক্রবার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১২ ফ্লাইটযোগে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।

- Advertisement -google news follower

দেশে ফেরা ৩ বাংলাদেশি হলেন সিলেটের মাহফুজ আহমেদ ও বিল্লাল আহমেদ এবং কিশোরগঞ্জের বাহাদুর।

গত ১০ মে ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকাডুবিতে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২৭ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া অনেকের খোঁজ মিলছে না এখনো।

- Advertisement -islamibank

নৌকাডুবির ওই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধারের পরপরই তাদের আশ্রয় হয় তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিসে। বাংলাদেশ সরকারের তৎপরতায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি মঙ্গলবার (২১ মে) দেশে ফেরেন। শুক্রবার আরও তিন বাংলাদেশি দেশে ফিরলেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM