নগরের সর্বত্র এখন নির্বাচনি আমেজ। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চট্টগ্রাম-৯ আসনও এখন প্রার্থীদের প্রচারণায় সরগরম।
গণসংযোগের এই সুবর্ণসময়ে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সরব উপস্থিতি সবার নজর কেড়েছে।
অন্যান্য দিনের মতোই শনিবারও সিটি মেয়র তাঁর দাপ্তরিক ও সাংগঠনিক কাজের ফাঁকে বেশ ব্যস্ত সময় পার করেন নির্বাচনি প্রচারণায়। চট্টগ্রাম-৯ আসনে মহাজোটের প্রার্থী, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের হাতে হাত ধরে ঘুরেছেন দ্বারে দ্বারে। চেয়েছেন ভোট। ভোটারদের অভাব-অভিযোগ শুনেছেন। নিজের হাতে তুলে দিয়েছেন নওফেলের নির্বাচনি প্রচারপত্র।
এসময় ভোটারদের উদ্দেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র নাছির বলেন, বিগত ১০ বছরে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তা আর কখনো হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এক অনন্য উচ্চতায় যাবে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে এই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এর পেছনে অনেক কারণ রয়েছে। চট্টগ্রামে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। অনেক মেগা প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পগুলোর সুফল নগরবাসী পেতে শুরু করেছে।
নওফেল বলেন, মানুষের মধ্যে শেখ হাসিনার প্রতি আস্থা জন্মেছে। আমরা যা বলি কাজের মাধ্যমে তা বাস্তবায়ন করার সক্ষমতা রাখি। কাজের মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনার সরকার জনগণকে কিছু দিতে পারবে।