একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। ধানমণ্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫৩ মিনিটে গণভবন থেকে ওই কেন্দ্রে যান তিনি। এ সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
রাজধানীর ধানমণ্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।
জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।
এ সময় তিনি দেশের উন্নয়নে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গণমাধ্যমকে বলেন, স্বাধীনতার পক্ষের শক্তির জয় হবে।
নির্বাচনে ফলাফল যাই হোক আমরা মেনে নেব, যোগ করেন তিনি।