নির্বাচন কমিশনে মঙ্গলবার (৪ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো চলছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল। এর আগে সোমবার প্রার্থিতার যোগ্যতা ফিরে পেতে আপিল করেন ৮৪ জন।
৬ থেকে ৮ ডিসেম্বর এসব আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
ঋণ খেলাপি, বিল খেলাপি, স্বাক্ষর না থাকা, সাজাপ্রাপ্তসহ নানা কারণে মনোনয়ন বাতিল হয়েছে ৭৮৬ জনের। বাদ পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক হেভিওয়েট প্রার্থী।