একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই- এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, সবাই সুষ্ঠুভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাতে পারছেন। এতে বোঝা যাচ্ছে, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। কিসের লেভেল প্লেয়িং ফিল্ড নেই- আমি বুঝি না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের আয়োজনে চট্টগ্রামের বিভাগীয় মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নগরের চট্টেশ্বরী রোডস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার আবদুল মান্নানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই মতবিনিময় সভায় উপস্থিত আছেন নির্বাচন কমিশনার বিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী , নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।