কওমি মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমানের (১২) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) নিহতের পরিবার মামলা দায়ের করার পর তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন- আবু দারদা, মো. তারেক, মো. আনাস, মো. জোবায়ের ও আবদুস সালাম। এদের মধ্যে আবু দারদা ও মো. তারেক এজাহারভুক্ত আসামি।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জয়নিউজকে বলেন, হাবিবুর রহমানের মৃত্যুর ঘটনায় শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন তার বাবা। পরে এজাহারভুক্ত দুইজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, বুধবার (১০ এপ্রিল) রাত ১২টার দিকে নগরের বায়েজিদে জামিয়া আবু বকর ছিদ্দিক আল ইসলামিয়া মাদরাসা থেকে হাবিবুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। তবে প্রথম থেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে নিহতের পরিবার।
জয়নিউজ/রুবেল/জুলফিকার