মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম হিন্দু প্রার্থী!

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নাম লেখাতে যাচ্ছেন হাওয়াইয়ের হিন্দু ডেমোক্র্যাট সিনেটর তুলসী গব্বার্ড। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে মার্কিন গণমাধ্যমে এ কথা জানান তুলসী।

- Advertisement -

তিনি প্রেসিডেন্ট হতে পারলে ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কার, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যবিমা সংক্রান্ত সমস্যাগুলির সমাধান করবেন বলে জানান। তবে যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন তিনি। তাঁর রয়েছে ইরাক যুদ্ধের অভিজ্ঞতাও।

- Advertisement -google news follower

তুলসী গব্বার্ডের মা ক্যারোল এবং বাবা মাইক গব্বার্ড ছিলেন আমেরিকান সামোয়া। তুলসীর দুই বছর বয়সে তাঁরা স্থায়ীভাবে হাওয়াইয়ে চলে আসেন। খ্রিস্টান হলেও বাড়িতে হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্র, কীর্তনচর্চা হতো। তার মা হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন এবং হিন্দু ধর্মের কিছু আচার, রীতি-নীতিও পালন করতেন। তাতে অনুপ্রাণিত হয়ে কিশোরী বয়সে হিন্দু ধর্ম গ্রহণ করেন তুলসী।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM