ম্যানইউকে হারিয়ে সেমিফাইনালে উলভারহ্যাম্পটন

এফ এ কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (১৬ মার্চ) রাতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাদের ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

- Advertisement -

শনিবার মলিনেয়াক্স স্টেডিয়ামে অবশ্য প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্য প্রথমার্ধের পর ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় ওন্ডারার্স। ম্যাচের ৭০ মিনিটে রাউল জিমিনেজ গোল করে অচলবস্থার অবসান ঘটান। ৭৬ মিনিটের মাথায় দিয়েগো জটা ব্যবধান দ্বিগুণ করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড যোগ করা সময়ে (৯০+৫) একটি গোল শোধ করেন। কিন্তু সেই গোলটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

- Advertisement -google news follower

২০১৮ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ব্যাক টু ব্যাক ম্যাচ হারলেন ম্যানইউর কোচ ওলে গুনার শুলশার।

অন্যদিকে উলভারহ্যাম্পটন ২০০৩ সালের পর এই প্রথম টানা তিন ম্যাচ জিতল। আর ঘরের মাঠে তারা সবশেষ সাত ম্যাচের ছয়টিতেই জিতেছে।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM