রক্তপাত-প্রাণহানি নয়, সুষ্ঠু নির্বাচন চাই: সিইসি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, রক্তপাত নয়, সুষ্ঠু নির্বাচন চাই।

- Advertisement -

সোমবার (২৬ নভেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় আপনাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। বুদ্ধিমত্তা, দক্ষতা, ক্ষিপ্রতার মাধ্যমে তা অতিক্রম করতে হবে।

সিইসি বলেন, ধৈর্যচ্যুত হলে চলবে না। যে কোনো বিভ্রান্তিকর অবস্থায় সহনশীল থাকতে হবে। বুঝে-শুনে অ্যাকশনে যেতে হবে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। নির্বাচন কেন্দ্রে কোনো সংঘাত চাই না। রক্তপাত-প্রাণহানি চাই না।

- Advertisement -islamibank

নুরুল হুদা বলেন, নির্বাচনের পূর্বে ও পরে আপনাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে থাকতে হবে এবং তাদের পরিচালনা করতে হবে। আচরণবিধি প্রয়োগ করতে গিয়ে এমন কিছু করবেন না যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। কখনও আইন থেকে বিচ্যুত হবেন না।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM