রমজান মাসে নগরে ইফতার, সেহেরি ও তারাবির সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সহ-সভাপতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন। তবে বিকল্প লাইনের সক্ষমতা না থাকায় সকাল ও দুপুরের দিকে হালকা লোডশেডিং হতে পারে বলে তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (৭ মে) দুপুর ১২টায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রবীর কুমার সেন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর লোডশেডিং তেমন হয় না বললেই চলে। তবে আমাদের সঞ্চালন লাইনগুলো অনেক পুরানো হওয়ায় ও বিকল্প লাইনের ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে লোডশেডিং করতে হয়। তবে আমাদের লক্ষ্য থাকবে রমজান মাসে নগরে ইফতার, সেহেরি ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, যাতে নগরবাসীর ভোগান্তি না হয়।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক, সহ-সভাপতি প্রকৌশলী প্রবীর কুমার দে।
জয়নিউজ/রুবেল/আরসি