খাগড়াছড়ির রামগড় মাস্টারপাড়া আনন্দ বৌদ্ধবিহারে শুক্রবার (১৬ নভেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দানোত্তম কঠিন চীবর দান উদযাপিত হয়েছে।
রামগড় ছাড়াও গুইমারা ও মানিকছড়ি উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের ভক্তরা এতে অংশগ্রহণ করেন। সকাল ৬টায় পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর ছিল জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা ও ভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ, পঞ্চশীল প্রার্থনা, ভিক্ষু সংঘকে পি-দান, চীবর উৎসর্গ, আলোচনা ও ধর্মীয় দেশনা, প্রদীপ পূজা ।
চীবর দান অনুষ্ঠানে পৌরহিত্য করেন চট্টগ্রামের মিরসরাই মায়ামী সুদর্শন বিহারের অধ্যক্ষ প্রিয়ানন্দ ভিক্ষু। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদের সভাপতি মং প্রু চৌধুরী।