নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
ঐক্যফ্রন্ট নেতাদের ১০ সদস্যের প্রতিনিধিদল সোমবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে আগ্রহী বলে রাষ্ট্রপতির দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠিটি ১৩ ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির একটি সূত্র জানায়, নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে এবং বিরোধী জোটের প্রার্থী, নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা ও হয়রানি বন্ধে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবেন তারা।
এছাড়া নির্বাচনি তফসিল ঘোষণা থেকে শুরু করে এখন পর্যন্ত বিরোধীদলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা-হামলা হয়েছে, সে বিষয়ে প্রতিকার চাইবেন তাঁরা।