রুমিনের মনোনয়ন বৈধ

একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

- Advertisement -

মঙ্গলবার (২১ মে) সকালে মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম।

- Advertisement -google news follower

তিনি বলেন, যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তাঁকে এমপি হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

এর আগে সোমবার (২০ মে) দুপুর ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব মো. আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

- Advertisement -islamibank

রোববার (১৯ মে) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে তাঁর হাতে মনোনয়নপত্র দেওয়া হয়। এ সময় স্কাইপেতে তারেক রহমান তাঁকে মনোনয়ন দিতে দলকে নির্দেশ দেন।

আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানা টিভি টক শোসহ দলের বিভিন্ন সেলেও কাজ করছেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM