রেলওয়ের অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ক্ষোভ ফজলে করিমের

অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ক্ষোভ প্রকাশ করে রেলওয়ের সব কোয়ার্টারে আলাদা বিদ্যুৎ মিটার লাগানোর নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

- Advertisement -

বুধবার (৩ অক্টোবর) সকাল ১১টায় নগরের সিআরবি এলাকায় সাত রাস্তার মোড় থেকে কদমতলি পর্যন্ত সড়ক ও ওয়াকওয়ের উদ্বোধনকালে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককে এ নির্দেশ দেন তিনি।

- Advertisement -google news follower

সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী জয়নিউজকে বলেন, চট্টগ্রামের পুরো রেলওয়েতে মাত্র ১৬টা মিটারে কিভাবে ২ কোটি ৩০ লাখ টাকা বিল আসে? এইটা একটা অবাস্তব বিষয়। সবকিছুতে স্বচ্ছতা জবাবদিহিতা থাকা উচিত। যে যার ইচ্ছেমত তো সরকারী টাকা খরচ করতে পারে না। সরকারের টাকা মানেই তো জনগণের টাকা।

সড়ক ও ওয়াকওয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদ, চিফ ইঞ্জিনিয়ার আবদুল জলিল, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM