১২ লাখের মধ্যে অন্তত ৮ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিতে রাজি হলেও উপযুক্ত পরিবেশ তৈরি করছে না মিয়ানমার।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার রাজি যে তারা রোহিঙ্গাদের নিয়ে যাবে। কিন্তু এখনও নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই তারা করেনি। বরং দিন দিন ওখানকার পরিস্থিতি খারাপ হচ্ছে। অন্তত ৮ লাখ রোহিঙ্গা যারা সম্প্রতিক সময়ে এসেছে, তারা যাতে রাখাইন রাজ্যে নিরাপত্তার সঙ্গে যেতে পারে, সেজন্য চেষ্টা করছি।
এ সময় কক্সবাজারে জার্মান সাংবাদিকদের ওপর রোহিঙ্গাদের হামলার ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।